Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

রাঙ্গামাটি পার্বত্য জেলা

www.lged.rangamati.gov.bd

 

জেলা পর্যায় সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

 

১।       ভিশন ও মিশন

ভিশনঃ    পল্লি ও শহর অঞ্চলে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

মিশনঃ   স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা উন্নীতকরণ 

এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে অনুঘটক হিসেবে কাজ করা।

২।       প্রতিশ্রুত সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

২.১ নাগরিক সেবাঃ

তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রদান সম্পর্কিত সেবা প্রদান।

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানকারী কর্মকর্তার নিকট লিখিত বা ইলেকট্রনিক বা ই-মেইলে সুনির্দিষ্ট তথ্যের বিষয়ে আবেদন করা হলে আইনে বর্ণিত পদ্ধতি অনুসরণে চিঠি, ই-মেইল, ওয়েবসাইট বা ফোনে তথ্য প্রদান করা হয়।


 

নির্ধারিত ফরমে বা ফরমেটে আবেদন করতে হবে।


এতদসংক্রান্ত তথ্য/সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী (ইউ,ডি,এ) এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd/rtiRighttoInformation.aspx





আইনে বর্ণিত ফি।


বিস্তারিত তথ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংকে দেওয়া আছেঃ http://www.lged.gov.bd/AnnualReport/RTI/RTI_ACT_English.pdf

৩০ (ত্রিশ) কর্মদিবস।

সিনিয়র সহকারী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

রাঙ্গামটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১৬১০৫৩

ইমেইলঃ ‍sr.ae.rangamati@lged.gov.bd

নির্মাণ সামগ্রীর মাননিয়ন্ত্রণ (ল্যাবরেটরী টেস্ট) সংক্রান্ত সেবা প্রদান।

নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্মাণ সামগ্রীর সংগ্রহকৃত নমুনা পরীক্ষা (Test) করা সাপেক্ষে টেষ্ট রিপোর্ট প্রদান করা হয়।


১। সাদা কাগজে আবেদন।

২। নমুনা সনাক্তকরণ ট্যাগ (ল্যাবরেটরী থেকে সংগ্রহ করতে হবে)।

৩। ট্রেজারী চালানের কপি।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্মাণ সামগ্রীর মাননিয়ন্ত্রণ পরীক্ষাগারে (Laboratory) কর্মরত ল্যাবরেটরি টেকনিশিয়ান এর নিকট থেকে সরাসরি জানা যাবে।

নির্ধারিত টেষ্ট ফি।

৩০ (ত্রিশ) কর্মদিবস।

সহকারী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১৬১১৩৩

ইমেইলঃ

aec1.rangamati@lged.gov.bd

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত সড়ক কাটার অনুমতিপত্র প্রদান।

আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যাক্তি কর্তৃক যুক্তিসঙ্গত কারণ উল্লেখপূর্বক আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট সড়ক সরেজমিনে যাচাই করা হয় এবং ক্ষতিপূরণ ফি নির্ধারণ করে সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করা হয়। নির্ধারিত ক্ষতিপূরণ ফি জমা করনের পর রাস্তা কাটার অনুমতি প্রদান করা হয়।

১। সাদা কাগজে যুক্তিসঙ্গত কারণ উল্লেখপূর্বক আবেদন।

২। জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী (ইউ,ডি,এ) এর নিকট থেকে সরাসরি জানা যাবে। 

আবেদন প্রাপ্তির পর সরেজমিনে যাচাইকরতঃ ক্ষতিপূরণ ফি নির্ধারণ করা হয়।

২৫ (পঁচিশ) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর

রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

নির্মাণ কাজের যন্ত্রপাতি ও যানবাহন ভাড়া প্রদান।

বিভিন্ন সরকারী/বেসরকারী সংস্থা অথবা ব্যক্তি পর্যায়ে নির্মাণ কাজের জন্য যন্ত্রপাতি ও যানবাহন নির্ধারিত ভাড়া অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে ভাড়া দেয়া হয়।



১। সাদা কাগজে আবেদন।

২। ট্রেজারী চালানের কপি।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের যান্ত্রিক শাখায় কর্মরত ফোরম্যান এর নিকট থেকে সরাসরি জানা যাবে। 

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে অনুমোদিত ভাড়ার তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া।

৩ (তিন) কর্মদিবস

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

ম্যাপ সরবরাহ।

আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যাক্তি কর্তৃক আবেদন প্রাপ্তির পর প্রাপ্যতার ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ম্যাপ সরবরাহ করা হয়।



নির্ধারিত ফরমে বা ফরমেটে আবেদন করতে হবে।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী (ইউ,ডি,এ) এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd/UploadedDocument/UnitNotice/5/25/Map%20Requisition%20Form.pdf







সাইজ অনুযায়ী নির্ধারিত ফি (৩০০-৬০০ টাকা)।


বিস্তারিত তথ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংকে দেওয়া আছেঃ http://www.lged.gov.bd/UploadedDocument/DownloadFileGallery/29/Map%20Requisition%20Form.pdf

১৪ (চৌদ্দ) কর্মদিবস।

সিনিয়র সহকারী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১৬১০৫৩

ইমেইলঃ ‍sr.ae.rangamati@lged.gov.bd

ঠিকাদারী লাইসেন্স প্রদান।

নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে এতদসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য যাচাই করতঃ লাইসেন্স প্রদান করা হয়।



১। নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আবেদন।

২। ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামা।

৩। হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।

৪। হালনাগাদ টিআইএন এর কপি।

৫। কমপক্ষে পাঁচ(৫) লক্ষ টাকার ব্যাংক হিসাব।

৬। জাতীয় পরিচয়পত্রের কপি।

৭। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৮। বিআইএন এর কপি।

৯। জাতীয়তা সনদের কপি।

১০। চারিত্রিক সনদ।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি জানা যাবে। 

ক) আবেদন ফিঃ ১০০০ টাকা (পে-অর্ডার)।

খ) নিবন্ধন ফিঃ ৫০০০ টাকা (সরকারী কোষাগারে চালানের মাধ্যমে)।

গ) ভ্যাটঃ ৭৫০ টাকা।

(১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর)।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

২.২ দাপ্তরিক সেবাঃ

ঠিকাদারী লাইসেন্স নবায়ন।

নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে এতদসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য যাচাই করতঃ লাইসেন্স নবায়ন করা হয়।

১। নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আবেদন।

২। ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামা।

৩। হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।

৪। হালনাগাদ টিআইএন এর কপি।

৫। কমপক্ষে পাঁচ(৫) লক্ষ টাকার ব্যাংক হিসাব।

৬। জাতীয় পরিচয়পত্রের কপি।

৭। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৮। বিআইএন এর কপি।

৯। জাতীয়তা সনদের কপি।

১০। চারিত্রিক সনদ।



এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি জানা যাবে। 

ক) আবেদন ফিঃ ১০০০ টাকা (পে-অর্ডার)।

খ) নবায়ন ফিঃ ২০০০ টাকা (সরকারী কোষাগারে চালানের মাধ্যমে)।

গ) ভ্যাটঃ ৩০০ টাকা।

(১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর) এর পর মাসে ১০০০টাকা করে বাড়বে

(ভ্যাটঃ ১৫%)।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

ঠিকাদারকে প্রত্যয়ন পত্র  (ভ্যাট, আইটি, অভিজ্ঞতার সনদ)

 প্রদান ।

আগ্রহী ঠিকাদার কর্তৃক নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্যাদি যাচাই বাছাই করতঃ  এতদসংক্রান্ত সেবা প্রদান করা হয়।

সাদা কাগজে (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে) সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী বরাবর  আবেদন।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি জানা যাবে। 

বিনামূল্যে।

৩ (তিন) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাট পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

ঠিকাদারের সনদ যাচাই, প্রয়োজনীয় অর্থ প্রদান ও কর্তনের সনদ প্রদান।

আগ্রহী ঠিকাদার কর্তৃক নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্যাদি যাচাই বাছাই করতঃ  এতদসংক্রান্ত সেবা প্রদান করা হয়।

সাদা কাগজে (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে) সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী বরাবর  আবেদন।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি জানা যাবে। 

বিনামূল্যে।

৩ (তিন) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

২.৩ অভ্যন্তরীন সেবা

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত (গ্রেড: ৭-২০) এবং তাঁর নিয়ন্ত্রণাধীন কার্যালয়ের (গ্রেড: ৭-১০) কর্মকর্তা/কর্মচারীগণের শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরি।

ক) ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

খ) অনুলিপির মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা।

১। সাদা কাগজে আবেদন (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে)।

২। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস হতে ছুটি প্রাপ্যতার প্রত্যয়ন।

৩। মূল বেতনের প্রত্যয়ন পত্র/পূর্ববর্তী মাসের বেতন বিল।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd  

বিনামূল্যে।

৭ (সাত) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত এবং তাঁর নিয়ন্ত্রণাধীন কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীগণের (গ্রেড: ৭-২০) ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুরি।

ক) ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন;

খ) অনুলিপির মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা।

১। সাদা কাগজে আবেদন (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে)।

২। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস হতে ছুটি প্রাপ্যতার প্রত্যয়ন।

৩। মূল বেতনের প্রত্যয়ন পত্র/পুর্ববর্তী মাসের বেতন বিল।

৪। যথাযথ ডাক্তারী সনদ পত্র।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd


বিনামূল্যে।

৭ (সাত) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd


নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত (গ্রেড: ৭-২০) এবং তাঁর নিয়ন্ত্রণাধীন কার্যালয়ের (গ্রেড: ৭-১০) কর্মকর্তা/কর্মচারীগণের গড় বেতনে দেশের অভ্যন্তরে অনধিক ৩ মাস পর্যন্ত অর্জিত ছুটি মঞ্জুরি।

ক) ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।

খ) অনুলিপির মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা।

১। সাদা কাগজে আবেদন (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে)।

২। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস হতে ছুটি প্রাপ্যতার প্রত্যয়ন।

৩। মূল বেতনের প্রত্যয়ন পত্র/পুর্ববর্তী মাসের বেতন বিল।

৪। যথাযথ ডাক্তারী সনদ পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd

বিনামূল্যে।

৭ (সাত) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত (গ্রেড: ৭-২০) এবং তাঁর নিয়ন্ত্রণাধীন কার্যালয়ের (গ্রেড: ৭ -১০) কর্মকর্তা/ কর্মচারীগণের চিকিৎসা ছুটি মঞ্জুরি।

ক) ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন:

খ) অনুলিপির মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা।

১। সাদা কাগজে আবেদন (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে)।

২। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস হতে ছুটি প্রাপ্যতার প্রত্যয়ন।

৩। প্রাপ্য ছুটির হিসাব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হতে প্রত্যয়ন।

৪। অসুস্থতাজনিত কারণে মেডিকেল/মেডিকেল বোর্ডের সনদ পত্র (অবশ্যই চিকিৎসা ছুটির অনুকূলে হতে হবে)।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd  

বিনামূল্যে।

৭ (সাত) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত এবং তাঁর নিয়ন্ত্রণাধীন কার্যালয়ের (গ্রেড: ১০-২০) কর্মকর্তা/কর্মচারীগণের পিআরএল, লাম্পগ্র্যান্ট ও অবসর ইত্যাদির অনুমতি ও ভাতা মঞ্জুরি।

ক) স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রাপ্তির পর অগ্রায়ন পত্রের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে প্রেরণ:

খ) অনুলিপির মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা।

ক) চাকুরের নিজের অবসর গ্রহণের ক্ষেত্রেঃ

১।নন-গেজেটেড চাকুরেদের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড চাকুরেদের ক্ষেত্রে চাকরির বিবরণী।

২। পিআরএল-এ গমনের মঞ্জুরি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

৩। প্রত্যাশিত শেষ বেতন পত্র/শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪। পেনশন ফরম।

৫। সত্যায়িত ছবি (পিপি সাইজের ৩ কপি)।

৬। প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণা পত্র।

৭। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আংগুলের ছাপ।

৮। না-দাবী প্রত্যয়ন পত্র।

৯। পেনশন মঞ্জুরি আদেশ।

১০। শিক্ষাগত যোগ্যতার সনদ।

১১। প্রথম নিয়োগের আদেশ/প্রজ্ঞাপন।

১২। পদবি পরিবর্তনের আদেশ (যদি থাকে)।

বিনামূল্যে।

১৫ (পনের) কর্মদিবস।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ফোন-০১৭০৮১২৩২৩৩

ইমেইলঃ xen.rangamati.@lged.gov.bd











(খ) পারিবারিক পেনশনের ক্ষেত্রেঃ

(১) পেনশন মঞ্জুরির পূর্বে পেনশনারের মৃত্যু হলেঃ

১। নন-গেজেটেড চাকুরেদের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড চাকুরেদের ক্ষেত্রে চাকরির বিবরণী।

২। পিআরএল-এ গমনের মঞ্জুরি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

৩। প্রত্যাশিত শেষ বেতন পত্র/শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪। পারিবারিক পেনশনের আবেদন পত্র ফরম।

৫। সত্যায়িত ছবি (পিপি সাইজের ৩ কপি)।

৬। উত্তরাধিকার সনদ পত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র।

৭। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আংগুলের ছাপ।

৮। অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ সনদ।

৯। পেনশন মঞ্জুরি আদেশ।

১০। চিকিৎসক/পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ কাউন্সিলর          কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র।

১১। উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্র।

(২) অবসরভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যু হলেঃ

১। পেনশন ফরম দুই (২) কপি।

২। সত্যায়িত ছবি (পিপি সাইজের ৩ কপি)।

৩। উত্তরাধিকার সনদ পত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র।

৪। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আংগুলের ছাপ।

৫। অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পন সনদ এবং জাতীয় পরিচয়পত্র।

৬। চিকিৎসক/পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ পত্র।

৭। পিপিও এবং ডি-হাফ।

৮। উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্র।


এতদসংক্রান্ত সেবা গ্রহণ পদ্ধতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক/উচ্চমান সহকারী এর নিকট থেকে সরাসরি অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েব সাইটের প্রদত্ত লিংক থেকে পাওয়া যাবেঃ http://www.lged.gov.bd




 

৩।       আওতাধীন অধিদপ্তর/সংস্থা/অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবাঃ

উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।


৪।       আপনার কাছে আমাদের প্রত্যাশা

 

ক্রমিক

প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট।

নির্ধারিত ফরমে ত্রুটিমুক্ত ও স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান।

সংশ্লিষ্ট আইন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত থাকা।

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় চার্জ/ফিস পরিশোধ করা।

প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ই-মেইল ঠিকানায় প্রেরিত নির্দেশনা অনুসরণ করা।

সাক্ষাতের জন্য ধার্য তারিখ ও সময়ে উপস্থিত থাকা।

সেবা গ্রহণের জন্য অনাবশ্যক ফোন বা তদবির না করা।

প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি প্রদান করা।

 

৫.১      অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS) 

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তাঁর কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।


ক্রমিক

নম্বর

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

১.

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

রাঙ্গামাটি পার্বত্য জেলা।

নির্বাহী প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

রাঙ্গামাটি পার্বত্য জেলা।

ওয়েব সাইটঃ www.lged.rangamati.gov.bd

৩০ কার্যদিবস।

২.

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

আপীল কর্মকর্তা

অতিরিক্ত প্রধান প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

ওয়েব সাইটঃ www.lged.chittagongdiv.gov.bd

২০ কার্যদিবস।

৩.

আপীল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল।

অভিযোগ গ্রহণ কেন্দ্রঃ

৫নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৬০ কার্যদিবস।